Sunday, February 16, 2025
বাড়িরাজ্য১২ তম জাতীয় ভোটার দিবস উদযাপন

১২ তম জাতীয় ভোটার দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি: মঙ্গলবার সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও ১২ তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। রবীন্দ্রভবনে হয় মূল অনুষ্ঠান। এবারের ভাবনা নির্বাচনকে করুন সর্বব্যাপী, অবারিত, অংশগ্রহণমূলক। জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যসচিব কুমার অলোক। উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা।

এদিন একটি ক্যালেন্ডারের উদ্বোধন করেন অতিথিরা। নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার আই ডি কার্ড। দিব্যাংনের জন্য পৃথক ভাবে ২০১৬ সালে আইন প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। এই আইনে স্পষ্ট ভাবে বলা আছে দিব্যাংনদের প্রতিটি ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার তাদের পাশে রয়েছে । এই বার্তা দিতেই পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও এই ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। দিব্যাংনদের যাতে নিজের অধিকার প্রয়োগ করতে কোন অসুবিধা না হয় তার জন্য ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে বিশেষ ভাবে ব্যবস্থা রাখা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যসচিব কুমার অলোক। তিনি নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান রাজ্যের সমস্ত বুথে যেন এই ব্যবস্থা রাখা হয়। এই ক্ষেত্রে সমস্ত ধরনের সহায়তা করবে রাজ্য সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য