স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি: ১০,৩২৩ চাকরিচ্যুত হওয়ার পর সিটি সেন্টারের সামনে ২০২০ সালে বিক্ষোভে বসে। বিক্ষোভ চলাকালীন ৫২ দিনের মাথায় ২০২১ সালে ২৭ জানুয়ারি পুলিশ ১৪৪ ধারা বলবৎ করে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন তুলে দেয়। পরবর্তী সময় চাকুরিচুত্য শিক্ষক-শিক্ষিকারা
এদিন শহরে তীব্র প্রতিবাদ গড়ে তুললে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে বলে অভিযোগ। তাই দিনটি কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠন। আগামী ২৭ জানুয়ারি চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা কালো দিবস পালন করবে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জে এম সি ১০,৩২৩ -এর কনভেনার অজয় দেববর্মা। তিনি জানান, বহুবার শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে গিয়ে টার্মিনেশন লেটারের দাবি জানালে এখন পর্যন্ত তাদের বাই নেইম টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা শিক্ষা অধিকর্তা সহ মহকুমা শিক্ষা অধিকর্তার কাছে টার্মিনেশন লেটারের জন্য ডেপুটেশন প্রদান করা হবে। আর নয়তো যেন তাদের স্কুলমুখী করা হয় তার জন্য দাবি জানানো হবে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে এখন পর্যন্ত সেই কথা রাখেনি। ৫ বার মুখ্যমন্ত্রী সাথে দেখা করার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ দেন নি। আইপিএফটি সরকার চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের সাথে একমত। মন্ত্রী এন সি দেববর্মা সাথে দেখা করে এ বিষয়ে অবগত করা হয়েছে। মন্ত্রী এন সি দেববর্মা জানিয়েছেন বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন। কিন্তু যতদিন না পর্যন্ত চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন তারা ২৭ জানুয়ারি কালো দিবস হিসেবে পালন করবে বলে জানান তিনি। কালো দিবস উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি সি টি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে। এছাড়াও আরো কিছু কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান সংগঠনের নেতা কমল দেব।