Friday, February 14, 2025
বাড়িরাজ্যআরও ৭ জনের মৃত্যু

আরও ৭ জনের মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : রাজ্যের সংক্রমনের চেয়ে বেশি উদ্বেগজনক ভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। রাজ্যে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যা তেমন কোনো নিয়ন্ত্রণ নেই বলে চলে। তবে মৃত্যুর সংখ্যা লাগামহীনভাবে বাড়ার পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে এখনো কোনো রকম খোলাসা নেই।

ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞ মহলকে। কোন প্রজাতির সংক্রমণ রাজ্যে এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে মৃত্যুর সংখ্যা প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউকে পিছে ফেলে দিচ্ছে। হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যা। দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার ১২.০৭ শতাংশ। রাজ্যে সংক্রমিত রোগীর সংখ্যা ৭০৪ জন। নমুনা পরিক্ষা হয় ৫,৮৩৩ জন। পশ্চিম জেলায় সংক্রমিত ২৪৬ জন, সিপাহীজলা জেলাতে ৪৬ জন, খোয়াই জেলায় ২৩ জন, গোমতি জেলায় ৫৯ জন, দক্ষিণ জেলায় ৮৭ জন, ধলাই জেলায় ৫৫ জন, ঊনকোটি জেলায় ৭৭ জন, উত্তর জেলায় ১১১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮৭৮ জন। সংক্রমণে মৃত্যুর সংখ্যা রুখতে প্রশাসন কি ব্যবস্থা নেয় তা এখন দেখার বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য