Sunday, December 22, 2024
বাড়িরাজ্যআন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস : আশিস

আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস : আশিস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর :  রবিবার প্রদেশ কংগ্রেসের চারটি ডিপার্টমেন্টের উদ্যোগে যৌথভাবে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলাদের প্রলোভিত করতে সরকার মহিলা সংরক্ষণ বিল সামনে নিয়ে এসেছে।

এবং এটাকে কেন্দ্র করে বিজেপি দৌড়ঝাঁপ শুরু করেছে। আর এটাকে দৃষ্টি আকর্ষণ করেছে জাতীয় কংগ্রেস। সরকারের বিভিন্ন জনগণ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আহবানে প্রদেশ কংগ্রেস আন্দোলনে নামবে বলে জানান আশীষ কুমার সাহা। বৈঠকে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, নেতৃত্ব দায়িত্ব বুঝে নিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করলে তেলেঙ্গানার মতো ত্রিপুরা রাজ্যেও পরিস্থিতি পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। ত্রিপুরা রাজ্যে বিজেপির একটা সম্পূর্ণ ব্যর্থ সরকার চলছে। এই সরকারের সময়ে ভালো কিছু হচ্ছে না। হচ্ছে শুধু মানুষের মগজ ধোলাই করার কাজ। জিবি হাসপাতালে নতুন করে চারটি ফলক লাগানো হয়েছে। কিন্তু পরিষেবা বলে কিছুই নেই। রাজ্যের মানুষ বিজেপি সরকারের কাজে বিন্দু মাত্রও খুশি নয় বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য