স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : সমগ্র শিক্ষার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদ্যালয়ে ও জেলা শিক্ষা দপ্তরে কর্মরত রয়েছে। অফিস ডিউটির বাইরে নিয়মিত কর্মচারীদের নেওয়ায় নির্বাচন কমিশনের বিভিন্ন দায়িত্ব যেমন বিএলও, ডিও ইত্যাদি দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা হতে হচ্ছে।
সেই সমস্যা গুলি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা। এর মধ্যে অন্যতম দাবি শিক্ষকদের ডি এ, সি এ, ই এল, পেনশন বেনিফিট চালু করতে হবে। অশিক্ষক কর্মচারীদের আরোপি ২০১৮ অনুযায়ী রেগুলার প্রে স্কেল, ইনক্রিমেন্ট, ডি এ, ইপিএফ এর সুবিধা প্রদান করা, সকল শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের নিয়মিত করণ করার দাবি উত্থাপন করা হয় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এইদিন গোটা বিষয়টি তুলে ধরেন ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী মঞ্চের সভাপতি সেন্টু দাস। সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য সোমন চন্দ্র নাথ সহ অন্যান্যরা।