স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : ক্যাম্পে কর্মরত এক টি এস আর জওয়ানের রহস্যজনকভাবে মৃত্যু। মৃত জওয়ানের নাম আব্বাস উদ্দিন। বয়স ৪৬। জানা যায়, শনিবার ভাত খেয়ে রাতের বেলা ঘুমাতে গিয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই টিএসআর জোয়ানের বলে পরিবারের কাছে জানান ব্যাটালিয়নের আধিকারিকেরা।
তবে মৃত্যু পর নানা প্রশ্ন উঁকি দিচ্ছে পরিবারের লোকজনদের মধ্যে। দানা বাঁধছে সন্দেহের। মৃত জওয়ানের বাড়ি শান্তিরবাজার নারেফাঙ এলাকায়। তিনি টি এস আর -এর দ্বিতীয় ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। বর্তমানে দ্বিতীয় ব্যাটেলিয়ান খয়েরপুর বোধজংনগর এলাকায় অবস্থানরত রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিষ্কার হবে খুন নাকি আত্মহত্যা। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।