Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে : মু্খ্যমন্ত্রী

বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : চিকিৎসকদের প্রতি মানুষের বিশ্বাসটা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই বিশ্বাসটা আবার অর্জন করতে হবে। ত্রিপুরার চিকিৎসকরা কোন অংশে কম নয়। তা চিকিৎসকরা দেখিয়ে দিয়েছেন করোনার সময়ে। শনিবার জিবিপি হাসপাতালের ৬৩ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

তিনি বলেন, ইতিহাস না জানলে সামনের দিকে এগুনো সম্ভব নয়। জিবির মাইক্রোবায়োলজিতে গবেষণার কাজও চলে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন জিবি ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ড স্টেইনার  অডিটোরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৪-৫ মাসের মধ্যে আই জি এম হাসপাতাল চত্বরে ডেন্টাল কলেজ খোলা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি ১৯৬১ সালে পথ চলা শুরু করেছিল। ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু হয় এই হাসপাতালের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন পরিষেবা যুক্ত হয়েছে এই হাসপাতালে। এখনও বিভিন্ন পরিষেবা চালু হচ্ছে। তিনি বলেন, মানুষের আস্থা জায়গা হল জিবি হাসপাতাল। এদিকে এতদিন রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় নেশাখোরদের আড্ডাখানার কথা শুনে এলেও শুক্রবার রাতে নিজ চোখে প্রত্যক্ষ করেছেন বলে জানান। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় জিবিতে সুপার স্পেশালিটি ভবন, ডায়ালিসিস ওয়ার্ডের অংশের। এই ওয়ার্ডের শয্যা সংখ্যা ১৪ শয্যা থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। শিশুদের জন্য আই সি ওয়ার্ড, বার্ধক্য রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ও  নতুন মহিলা মেডিসিন ওয়ার্ড এরও উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, স্বাস্থ্য সচিব, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা, এ জি এম সি ও জিবিপি হাসপাতালের অধ্যক্ষ সহ অন্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য