স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : স্বচ্ছ ভারত মিশনের অধীন শহরের বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক আগরতলা পুর নিগমের ১২ নং ওয়ার্ডের অধীন রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয় পাবলিক টয়লেট।
বৃহস্পতিবার ফিতা কেটে উদ্বোধন করেন নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন নিগমের মেয়রের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। এইদিন পাবলিক টয়লেটের উদ্বোধন করে নিগমের মেয়র দীপক মজুমদার জানান স্বচ্ছ ভারত মিশনের অধিন এই পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। প্রয়োজন অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি। পাবলিক টয়লেট উদ্বোধন করে নয়া নজির গড়লেন আগরতলা পুর নিগম। শহর আগরতলায় যেন কাচা শৌচালয় না থাকে তার উপর বিশেষ নজর দিয়েছে আগরতলা পুর নিগম।