স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : এক মাসের মধ্যে আবারও রাতের বেলা শহরে গাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠল। রাস্তার পাশে যত্রতত্র দাঁড় করিয়ে রাখা গাড়িগুলি কে বা কারা ভেঙে দিচ্ছে সেটা নিয়ে আতঙ্কে ভুগছে বেআইনিভাবে রাস্তায় পার্কিং করে রাখা কর্ণধারেরা।
ঘটনার বিবরণে জানা যায়, ধলেশ্বর দেবেন্দ্র রোড এলাকায় বুধবার রাতের বেলা গাড়ির গ্লাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। TR 01 AD 0605 নাম্বারের গাড়ির মালিক বিশ্বজিৎ রায় জানান, এদিন রাতে বাড়ি যাওয়ার আগে গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রেখে যান। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখেন তার গাড়ির পেছনের অংশের কাঁচ কে বা কাহারা ভেঙ্গে দিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের জন্য পুলিশের কাছে আবেদন জানান তিনি। তবে আবার অনেকের অভিমত হয়তো রাস্তায় থাকা ভবঘুরও ভেঙে দিতে পারে গাড়ির গ্লাস। যাইহোক বিষয়টা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন গাড়ির কর্ণধার।