Friday, December 1, 2023
বাড়িরাজ্যজিবি হাসপাতালে নেই ড্রেসিং সামগ্রী, ডেসিং করে দিলেন সাংবাদিক

জিবি হাসপাতালে নেই ড্রেসিং সামগ্রী, ডেসিং করে দিলেন সাংবাদিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : নামে প্রধান রেফারেল হাসপাতাল জিবি। পরিষেবা যে কতটা অর্ধনগ্ন অবস্থা সেটা হাসপাতালে না গেলে চাক্ষস করা মুশকিল। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বসে সাংবাদিক সম্মেলন করে হাসপাতালে উন্নত পরিষেবা নিয়ে সাতপাঁচ মানুষকে বোঝ দিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন করে চলেছেন হাসপাতালের চিকিৎসক মহল। কিন্তু হাসপাতালে গিয়ে মানুষ পরিষেবা না পেয়ে অসহায় হয়ে বাড়ি ফিরছে।

আর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকদের। এই বিষয়টি আবারও প্রত্যক্ষ করল বৃহস্পতিবার হাসপাতালে পরিষেবা নিতে আসা শত শত রোগীর পরিবার পরিজন। জানা যায় ভালোকিয়া টিলা এলাকার জন্টু রায় নামে এক যুবক হাসপাতালে এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত এ রোগীকে ব্যান্ডিস করার জন্য ড্রেসিংরুমে যাওয়ার জন্য বলেন। যথারীতি ডেসিংরুমে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা এই রোগীকে জানিয়ে দেন হাসপাতালে ড্রেসিং করার সামগ্রী নেই। বাইরে দোকান থেকে কিনে আনার জন্য।

শেষ পর্যন্ত অসহায় যুবকের কাছে টাকা না থাকায় সে হাসপাতালে ট্রমা সেন্টারে গিয়ে বিষয়টি অন্য চিকিৎসকদের কাছে জানান। কিন্তু সেখান থেকেও তাকে ড্রেসিং করে দেওয়া হয়নি। ড্রেসিং সামগ্রী নেই বলে মুখ ঘুরিয়ে নিলেন চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। অসহায় যুবক ক্ষত নিয়ে কিভাবে বাড়ি যাবে তার জন্য চিন্তায় পড়েন। তখন এক সাংবাদিক এগিয়ে এসে অসহায় যুবকের জন্য বাইরের দোকান থেকে ড্রেসিং সামগ্রিক কিনে এনে নিজ হাতেই করে দেন ড্রেসিং। তারপর অসহায় যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হয়তো খবরটির প্রকাশ হওয়ার পরও ঝিমিয়ে পড়া হাসপাতালের পরিষেবা আর ঠিক হবে না। কিন্তু যারা সংবাদমাধ্যমের সামনে বসে ফটো সেশন করে হাসপাতালে উন্নত পরিষেবার কথা দাবি করে তাদের হয়তো কুম্ভ নিদ্রা ভাঙবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য