Saturday, January 25, 2025
বাড়িরাজ্যস্বামীকে দোষী সাব্যস্ত করে  যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

স্বামীকে দোষী সাব্যস্ত করে  যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে  যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করে আদালত। অনাদায়ে তিন মাস অতিরিক্ত জেলে থাকার নির্দেশ দেন বিচারক। ঘটনা ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরে। বৃহস্পতিবার ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের এক নং ওয়ার্ডের ভুইয়া পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা স্বামী রাখেল মুন্ডা এবং স্ত্রী মনি মুন্ডা।

 প্রায়ই স্বামী রাখেল মুন্ডা অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনি মুন্ডাকে মারধোর করতো। ২০২২সালের ঊনিশ জুন রাতে রাখেল মুন্ডা অতিরিক্ত মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনি মুন্ডার সাথে ঝামেলায় লিপ্ত হয়। পরবর্তী সময়ে রাখেল মুন্ডা লাঠি স্ত্রী মনি মুন্ডার মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথেই মনি মুন্ডার মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়।  মাটিতে লুটিয়ে পড়ে। পরে মনি মুন্ডার মৃত্যু হয়। পরবর্তী সময়ে অন্যান্যদের কাছে রাখেল মুন্ডা এই ঘটনার সত্যতা স্বীকার করে। রাখেল মুন্ডার প্রতিবেশী রাধেশ্যাম ভর কৈলাসহর থানায় লিখিত মামলা করে।  তদন্তকারী পুলিশ অফিসার রাখেল মুন্ডাকে গ্রেফতার করে। এই মামলায় ১৬জন  সাক্ষ্যদান করেন। অবশেষে বৃহস্পতিবার ঊনকোটি জেলার জেলা ও দায়রা জর্জ পি.কুমার রাখেল মুন্ডাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন। এবং দশ হাজার টাকা জরিমানাও করেন। অনাদায়ে তিন মাস জেলে থাকার আদেশ দেন ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য