স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া মহকুমার ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন রেল ব্রিজ এলাকায় এক তরুণী গৃহবধূর দেহ উদ্ধার হয়। শিলচর থেকে আগরতলা গামী রেলের চাকায় পৃষ্ঠ হয়ে এই গৃহবধুর মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই তরুণী গৃহবধূর পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরা। ঘটনাস্থলে আসে তেলিয়ামুড়া জি আর পি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেহের বিভিন্ন অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়েছিল। দেহের বিভিন্ন অংশ একত্রিত করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তবে এই ঘটনাটা কি আসলে দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা সরজমিনে খতিয়ে দেখছে পুলিশ।