Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যসশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা অভিযুক্তের

সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা অভিযুক্তের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : বড় ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে বুধবার ঊনকোটি জেলার জেলা আদালত দেওয়র বিশ্বাস সিনহকে সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করে। একই সঙ্গে  দশ হাজার টাকা জরিমানা করে আদালত।  অনাদায়ে আরও সাড়ে তিন মাস জেলে কাটাতে হবে।

বুধবার ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান ২০২২ সালের দশ মার্চ ফটিকরায় থানার অন্তর্ভুক্ত আসামবস্তী এলাকার বাসিন্দা দিপিকা সিনহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তিনি অভিজোগে জানান তার মা সুনিতা সিনহা সকালে জল আনার জন্য পাশের বাড়ির বিশ্বাস সিনহার বাড়িতে গিয়েছিলেন।  পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বাস সিনহা সুনিতা সিনহার মাথায় দা দিয়ে আঘাত করার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর বিশ্বাস সিনহা গাছের বড় ডাল দিয়ে মাথায় অজস্র আঘাত করে। সুনিতা সিনহার উপর আক্রমনের ঘটনা সুনিতার মেয়ে দিপিকা সিনহা এবং  নিকট আত্মীয় সুপর্ণা সিনহা দেখে ফেলে। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে  এসে ফটিকরায় থানার পুলিশকে দেয়। পুলিশ এবং টি.এস.আর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ফটিকরায় হাসপাতালে পাঠায়।  গ্রেপ্তার করা হয় আসামী বিশ্বাস সিনহাকে। সতেরো জনের সাক্ষ্যগ্রহণের পর বুধবার ঊনকোটি জেলার জেলা বিচারপতি পি.কুমার এই মামলায় অভিযুক্ত বিশ্বাস সিনহাকে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে।  একই সঙ্গে  দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য