স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : স্মার্ট সিটির রূপ দিতে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা শহর। পথচারীদের সুবিধার্থে আগরতলা শহরের বিভিন্ন স্থানে পাব্লিক টয়লেট তৈরি করা হচ্ছে। কমিউনিটি টয়লেট আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডেও তৈরি করা হয়। বুধবার আনুষ্ঠানিক ভাবে জনগণের জন্য এটি খুলে দেওয়া হয়।
এদিন এর উদ্বোধন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক মিনা রানী সরকার, পুর নিগমের কর্পোরেটর অলক রায়, সহ অন্যরা। ৩৯ নং ওয়ার্ডের বেলতলী কালী মন্দির এর পাশে এই পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে। মেয়র বলেন আগরতলা পুর নিগম এলাকায় যেখানে প্রয়োজন এ ধরণের পাব্লিক টয়লেট সেখানেই তৈরি করা হচ্ছে। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এটি তৈরি করা হয় বলে জানান মেয়র।