স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : বুধবার কৃষক ও ক্ষেতমজুর ভবন থেকে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সদর বিভাগীয় পরিষদের এক মিছিল সংগঠিত হয় আগরতলা শহরে। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব।
এদিন মিছিল সংঘটিত করে রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারি উদ্দেশ্যে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। সরকার কাজে বরাদ্দ কমিয়ে দিয়েছে। তাই সরকারের উদ্দেশ্যে মূলত দাবি রেগা কাজ ২০০ দিনের করা, দৈনিক মজুরি ছয় শতাধিক টাকা করা, শ্রমিকদের হয়রানি বন্ধ করা। এই দাবি গুলি তুলে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।