স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : দীর্ঘ দিনের দেশী ও বিলাতী মদ বিক্রেতা রঞ্জিত নাথকে অবশেষে জালে তুলল কদমতলা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে কদমতলা বাজারে অবৈধভাবে দেশী ও বিলেতি বিক্রয় করে আসছিল রঞ্জিত দেবনাথ।
কদমতলা থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। অবশেষে সোমবার রাতে কদমতলা থানার পুলিশ কদমতলা বাজার সংলগ্ন অঙ্গনওয়াড়ি স্কুলের পাশ থেকে দেশী মদ সহ রঞ্জিত দেবনাথকে গ্রেপ্তার করে। কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ড় এলাকার বাসিন্দা রঞ্জিত নাথ। কদমতলা থানার এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে দেশি মদ ও স্কুটি সহ রঞ্জিত দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে।