স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : মানসিক ভারসাম্যহীন স্বামীর খোঁজে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, ৬ অক্টোবর সকাল আনুমানিক প্রায় ছয়টা নাগাদ গৌতম সাহা ওরফে রাজু বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে নি। বাড়ি পুরাতন বাটকারা অফিস সংলগ্ন কৃষ্ণনগর এলাকায়। সকাল ছয়টা নাগাদ উনার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে খোঁজে পায় নি। তারপর আত্মীয় পরিজনদের বাড়িতে ফোন করেন। বহু খোঁজাখুঁজি করেও পায় নি স্বামীকে।
তারপর ছুটে যান থানায়। যথারীতি নিখোঁজ ডায়েরী করার পর চার দিন অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত খোঁজ পায়নি স্বামীর। সংবাদ মাধ্যমের দ্বারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্বামীকে খুঁজে বের করে দেওয়ার দাবি জানান অসহায় স্ত্রী। জানা যায় গত ১৮ সেপ্টেম্বর ব্রেইন স্ট্রোক করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ব্যবসায়ী গৌতম সাহাকে। পরীক্ষার পর মাথায় রক্তক্ষরণের বিষয়টি পায় চিকিৎসক। এরপর থেকে চলছিল চিকিৎসা।
গত ২৯ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান গৌতম। বাড়ি ফিরে আসার পর তার কথা বার্তা ও চলাফেরায় ছিল অসংলগ্নতা। চিকিৎসক পরিবারের সদস্যদের জানিয়ে ছিলেন নজরে রাখার জন্য। কিন্তু এরই মাঝে ৬ অক্টোবর কোন এক সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় ব্যবসায়ী গৌতম সাহা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। নিখোঁজ ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। এখন দেখার বিষয় পুলিশ ব্যবসায়ীকে খুঁজে বের করতে পারে কিনা।