স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার করা হচ্ছে। এর মধ্যে নিগমের ১৬ নং ওয়ার্ড এলাকায় হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার খোলার জন্য প্রথমে জমি পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয়দের সাথে কথা বলে একটি জমি নির্ধারণ করা হয়েছে। সেই জমিতে গড়ে উঠবে এলাকাবাসী স্বার্থে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার। রবিবার ছুটির দিন সকালে বেলা নিজ এলাকায় পরিদর্শনে গিয়ে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার।
তিনি ১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করে আরো বলেন, এলাকার রাস্তা এবং ড্রেইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও আগে থেকেই এলাকায় ড্রেইন এবং রাস্তা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পর পর এগুলি সংস্কারের প্রয়োজন হয়। তাই পরিদর্শনে এসে এলাকাবাসীর সাথে কথা বলে কিছু রাস্তা এবং সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসী উন্নয়নমূলক কাজ নিয়ে কোন বক্তব্য রয়েছে কিনা সেই বিষয়ে অবগত হন মেয়র। তিনি আরো বলেন আগরতলা শহরকে সাজিয়ে তুলতে আগরতলা পুর নিগম বদ্ধপরিকর। আসন্ন শারদোৎসব উপলক্ষে প্রতীক ওয়ার্ড এলাকায় অর্থরাশি প্রদান করা হয়েছে। যাতে করে এই পর্যাপ্ত অর্থ রাশি দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ দুর্গাপূজার আগেই সম্পূর্ণ করেন কাউন্সিলররা। এ ধরনের ওয়ার্ড এলাকার পরিদর্শন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র।