Sunday, January 26, 2025
বাড়িরাজ্যশহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস ডেপুটেশন

শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : শারদোৎসবের পাকলগ্নে আগরতলা শহরে সম্পদ কর বৃদ্ধি এবং রাস্তার পাশে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে। এমনটাই অভিযোগ তুলে শনিবার সদর জেলা কংগ্রেস কমিটি আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের আহ্বায়ক প্রবীর চক্রবর্তী।

তিনি আগরতলা পুর নিগমের সমালোচনা করে বলেন, কাজ নেই এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রিপল ইঞ্জিনের বিজেপি সরকার একের পর এক জন স্বার্থ পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করছে। ট্রিপল ইঞ্জিনের সরকার মুখে একটা বলছে। অন্যদিকে কাজে জনস্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করে নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। রাজ্যে আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে। পুর নিগম নতুন করে কর আদায় করা হবে না বলে ঘোষণা করেছিল। অথচ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে তা আদায়ের ফরমান জারি করেছে। এই তুঘলকি সিদ্ধান্তের প্রতীবাদ জানিয়ে মিছিল সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে হকার উচ্ছেদের তীব্র প্রতীবাদ জানান তিনি।

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা ও ক্ষতিপূরণ না দেওয়া হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি। এদিন পোষ্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে প্রতীবাদ মিছিলটি। তারপর আগরতলা পুর নিগমের কমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে জনস্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য