Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যকদমতলার আগর অঞ্চল পরিদর্শন করলেন উদ্যোগপতিরা

কদমতলার আগর অঞ্চল পরিদর্শন করলেন উদ্যোগপতিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : আগর শিল্পের উপর জোর দিয়েছে সরকার। এই প্রথম ভারতবর্ষ থেকে সাইটিইজের মাধ্যমে আগর তেল রপ্তানি করা হয়। সম্প্রতি আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় আগরের ক্রেতা বিক্রেতা সম্মেলন। দুদিনের সম্মেলন শেষে উদ্যোগপতিরা কদমতলার আগর অঞ্চল পরিদর্শনে যান।

কদমতলার একটি আগর ইন্ডাস্ট্রি   ঘুরে দেখেন। পাশাপাশি আগরের বিভিন্ন সামগ্রী ক্রয় করেন উদ্যোগতারা। প্রতিনিধিদের সাথে ছিলেন বিজেপি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া, এন সি ই -র ডাইরেক্টর পাতাল কন্যা জমাতিয়া সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক। আগরের সামগ্রী বিদেশি রপ্তানির ছাড় পত্র না মিলায় ত্রিপুরার আগর মধ্য প্রাচ্যে সরাসরি বিক্রি হচ্ছে না। তবে রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে এই প্রথম আগর তেল মধ্য প্রাচ্যে রপ্তানির ছাড়পত্র মিলেছে। তাতে খুশি আগর ব্যবসায়ীরা। তবে পরিমাণ না বাড়লে এই ব্যবসার অগ্রগতি সম্ভব নয়। পরিদর্শনে আসা ব্যবসায়ীদের প্রতিনিধিগণ ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ আগর দেখে বেশ সন্তুষ্ট। ছাড়পত্র মিললে আগামী দিনে ত্রিপুরার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এই আগরে। পাতাল কন্যা জমাতিয়া আগরকে ত্রিপুরার সোনা বলে আখ্যায়িত করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!