স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : শারদোৎসবের আগে বাড়ছে চুরির হিড়িক। এবার এক আইনজীবীর বাড়িতে থাবা বসাতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয় চোর। ঘটনা রাজধানী আগরতলার বনমালীপুর জোড়া পুকুর এলাকায়। এলাকার বাসিন্দা অ্যাডভোকেট হিমাংশু রায়ের বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় চোরের দল।
বর্তমানে তিনি তার পরিবার নিয়ে বহিঃরাজ্যে অবস্থান করছেন। ফলে বাড়ি সম্পূর্ণ ফাঁকা। এই সুযোগেই চোরেরা শুক্রবার রাতে হিমাংশু রায়ের বাড়িতে প্রবেশ করে গাড়ি সহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে থাকে। প্রতিবেশীরা শব্দ শুনে হিমাংশু দাসের বাড়িতে যায়। সে সময় দুজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজনকে এলাকাবাসী আটক করে। এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে তাকে তুলে দেয় পুলিশের হাতে। অভিযুক্ত চোরকে তুলে দেওয়া হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে। পুলিশ অভিযুক্ত চোরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকাবাসী পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন তুলেছে।