আগরতলা, ৬ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা পুলিশের হাতে কলকাতায় গ্রেফতার হলেন ইন্ডিপেন্ডেন্ট নামক একটি সংবাদ মাধ্যমের স্বঘোষিত এডিটর তথা সাংবাদিক সৈকত তলাপাত্র। রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার একটি বিশেষ তদন্তকারী দল বৃহস্পতিবার তাকে কলকাতার সোদপুরের ঘোলা থেকে গ্রেফতার করেছে বলে খবর। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সৈকত তলাপাত্রকে বিমানে আগরতলায় আনা হয়েছে।
সাংবাদিকতার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসামূলক খবর প্রচার ও হলুদ সাংবাদিকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে স্পষ্ট করে বলতে চাইছে না পুলিশ। রাজ্যে আনার পর বিমানবন্দর থেকে প্রথমে তাকে এনসিসি থানায় আনা হয়। পরে এদিনই তাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সাথে টিএসআর ও সিআরপিএফ বাহিনীর জওয়ানদের রাখা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ছাড়াও মন্ত্রিসভার একাধিক সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুৎসা রটনা সহ ব্যক্তিগত আক্রমণাত্মক সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে। আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকারও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছিলেন এক সময়। তাছাড়া রাজ্যের জনজাতিদের একাংশও তার ওপর ভীষণ ক্ষিপ্ত তিপ্রা মথা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবং তিপ্রা মথা দলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ পরিবেশনের কারণে। এ ধরনের বহু অভিযোগ এবং মামলার কারণে বিগত বেশ কয়েক বছর যাবত ত্রিপুরা পুলিশ ‘মোস্ট ওয়ান্টেড’ হিসাবে চিহ্নিত করে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল।
কিন্তু সৈকত তলাপাত্র বহিঃরাজ্য থেকে এ ধরনের কুৎসামূলক ও ব্যক্তিগত আক্রমণাত্মক খবর পরিবেশন করে আসছিল। যার ফলে ত্রিপুরা পুলিশ তাকে জালে তুলতে পারছিল না। তাছাড়া শাসকবিরোধী খবর প্রচারের কারণে সে একাংশের কাছে পছন্দের তালিকায় উঠে এসেছিল এবং অনেকেই তাকে নানাভাবে সাহায্যও করে আসছিল। কিন্তু সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সৈকত তলাপাত্রের পরিবেশিত কিছু সংবাদ রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন অনেকে মেনে নিতে পারেননি। এরই মধ্যে সৈকত তলাপাত্রের গ্রেফতার যথেষ্ট ইঙ্গিতবহ বলে ধারণা করা হচ্ছে।