Thursday, January 23, 2025
বাড়িরাজ্য২০৩০ সালের মধ্যে সবুজ ও পরিষ্কার শক্তি ত্রিপুরায় উৎপাদন হবে ৫০০ মেগাওয়াট...

২০৩০ সালের মধ্যে সবুজ ও পরিষ্কার শক্তি ত্রিপুরায় উৎপাদন হবে ৫০০ মেগাওয়াট : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : সবুজ ও পরিষ্কার শক্তি। এনিয়ে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক হয় উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের সচিব, কেন্দ্রীয় বিদ্যুৎ সচিব সহ সংশ্লিষ্ট আধিকারিকদের। এতে পৌরহিত্যে করেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী।

রাজ্যে ফিরে এসে বৈঠকে আলোচনার বিভিন্ন বিষয় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, বিদ্যুৎ ছাড়া কোনদিন আধুনিক কিংবা নতুন ভারত হওয়া সম্ভব নয়। বিদ্যুৎ হল খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত ক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন। তিনি বলেন, পরিবেশের কথা চিন্তা করে এখন থেকেই পরিকল্পনা নিতে যাচ্ছে কেন্দ্রের সরকার কিভাবে সবুজ ও পরিষ্কার শক্তি তৈরি করা যায়। মন্ত্রী জানান, রাজ্যের তরফে বিভিন্ন প্রস্তাব বৈঠকে রাখা হয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ৩৯ হাজার সোলার ষ্ট্রীট লাইট লাগানো হয়েছে। এখন নতুন করে ৫০ হাজারের মতো পাওয়া যাবে কেন্দ্রের তরফে। অফ বিত পাওয়ার প্ল্যান্ট করা হবে।

এজন্য ৬০ কোটি টাকা ব্যয় হবে। এছাড়াও বিভিন্ন স্কিম তিনি তুলে ধরেন। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ আরও জানান, সোলার ভিলেজ পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যে ৮ টি পঞ্চায়েত ভিলেজকে ধরা হয়েছে। এর মধ্যে মোহিনীপুর পঞ্চায়েতে শুরু করা হবে এর মধ্যে। বৈঠকে আলোচনার বিষয়ে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে ভারতে ৫ লাখ মেগাওয়াট সবুজ ও পরিষ্কার শক্তি তৈরি করতে হবে। আর এই সময়ে ত্রিপুরায় উৎপাদন করতে হবে ৫০০ মেগাওয়াট। এই কাজ কঠিন কিন্তু অসম্ভব নয় বলে জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য