স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : রাহুল গান্ধীর রাবণরূপে পোস্টার ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। আসরে নেমেছে কংগ্রেস। দলের হাই কমান্ডকে রাবণরূপে দেখে স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জ্বলে উঠলেন কংগ্রেসের নেতৃত্ব। সোজা মোদি-নাড্ডাদের তোপ দেগে প্রশ্ন তুলছেন, আপনারা কি সাংবিধানিক পদের শপথও ভুলে গেলেন? এবং দলের শীর্ষনেতারা তো বটেই রাজ্যস্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিজেপির সমালোচনা করে বলেন বলেন, বিজেপি রাহুল গান্ধীর ছবি বিকৃত করে নিম্ন রুচি এবং ভিন্ন ষড়যন্ত্রের পরিচয় দিয়েছে। সারাদেশে এর প্রতিবাদে ধিক্কার কর্মসূচি গ্রহণ করেছে। প্রদেশ কংগ্রেসও এর ঘৃন্ন রাজনীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আহবানে প্রতিবাদে সামিল হয়েছে। এ ধরনের ঘৃন্ন আচরণের জন্য বিজেপিকে সারা দেশের মানুষের কাছে খেসারত দিতে হবে। কারণ বিজেপি ভারতবর্ষের সংস্কৃতিকে বিকৃত করে তুলেছে।
এ বিজেপি বুঝে শুধু ধর্মান্তর, বিচ্ছিন্নতা। এগুলি করে তারা ভারতবর্ষের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। বিজেপির এই ঘৃন্ন রাজনীতির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে। এভাবে রাহুল গান্ধীর স্বচ্ছ ভাবমূর্তি জনগণের সামনে দুর্বল করতে পারবে না বিজেপি বলে হুশিয়ার তিনি। রাবণের দলের আদর্শরাই এখন রাহুল গান্ধীকে রাবণ রূপে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু এই রাহুল গান্ধীর পরিবার দেশের জন্য বলিদান হয়েছে। আগামী দিনে দেশের মানুষ এবং রাজ্যের মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।