স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : শুক্রবার যথাযথ মর্যাদার সাথে এ আই বি ও সি -র ৩৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন ব্যাংক আধিকারিক সংগঠনের কর্মীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সমস্ত ব্যাংকের অফিসাররা মিলিত হয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত। তিনি জানান এই সংগঠন ভারতবর্ষের সবচেয়ে বড় অফিসার সংগঠন। সংগঠনে সদস্য সংখ্যা ৩ লক্ষের অধিক। আগামী ৮ অক্টোবর ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে এক রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীকে এবং ব্যাংক কর্মীদের শুভেচ্ছা জানানো হয়।