স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : শুক্রবার গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ ভবনে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিকদের কাজকর্ম খতিয়ে দেখেন। এবং বিগত দিনের জটিলতা কতটা দপ্তর কাটিয়ে উঠেছে সে বিষয়েও তিনি নজর দেন।
পরবর্তী সময়ে মন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, দপ্তরের দ্বিতীয় পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্প কতটা সঠিকভাবে বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছাচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দপ্তরের গত তিন থেকে চার মাসে কতটা কাজকর্ম হয়েছে এর খোঁজখবর নেন তিনি। তিনি আরো বলেন, দপ্তরের মূল লক্ষ্য হলো পশুর সুরক্ষা প্রদান করা। এর পাশাপাশি রাজ্যকে দুধ, ডিম এবং মাংসের দিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। দুধ এবং ডিম উৎপন্ন -এর দিকে রাজ্য এখনো পিছিয়ে রয়েছে। কিভাবে চাহিদা মেটানো যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে দপ্তর বলে জানান তিনি।