স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : ইকো গাড়ির পিছন ধাওয়া করে ৯১ কেজি গাঁজা সহ আটক করে ইকো গাড়ি চালক। গাড়ি চালকের নাম সুমন বিশ্বাস। বাড়ি রাজনগর ব্লকের পিপোড়িয়া খলা এলাকায়। ঘটনা বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ।
ঘটনার বিবরণে জানা যায়, বিলোনীয়ার মহকুমা পুলিশ আধিকারিক কাছে খবর আসে টি আর ০৩-পি-০৩৬৯ নম্বরের ইকো গাড়ী দিয়ে বড়পাথড়ি মাস্টার পাড়া থেকে কয়েক বস্তা গাঁজা শ্রীনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর পুলিশ ঋষ্যমুখ ব্লকের ঝরঝরি রাস্তার মাথায় উৎ পেতে বসে থাকে। তারপর বিলোনীয়ার দিক থেকে আসা ইকো গাড়িটি দাঁড়াতে বললে চালক গাড়ি নিয়ে উত্তর সোনাইছড়ির দিকে নিয়ে চলে যায়। পুলিশ ইকো গাড়ির পিছু ধাওয়া করে। তারপর গাড়িটি উত্তর সোনাইছড়ি থেকে রাজারাম বাড়ির দিকে ছুটতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে গিয়ে পড়ে। পুলিশ ইকো গাড়ির চালক সুমন বিশ্বাসকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ইকো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করে। ধৃত ইকো গাড়ি চালক কে জিজ্ঞাসাবাদে সে জানায় বড়পাথরী মাস্টার পাড়ার সুব্রত চক্রবর্তী ত্তরফে বলাই এই গাঁজার মালিক। শ্রীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্য এই গাঁজা নিয়ে যাওয়া চেষ্টা করা হয়। গাঁজার মালিক সুব্রত এবং গাড়ী চালক সুমন উভয় বিজেপি দলের কার্যকরতা হিসেবে পরিচিত এলাকায়।