Sunday, September 8, 2024
বাড়িরাজ্যজিবিতে নিউরো ১৩৫০ বিভিন্ন অপারেশন করা হয়েছে

জিবিতে নিউরো ১৩৫০ বিভিন্ন অপারেশন করা হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : বর্তমানে নিউরো সমস্যা নিয়ে অনেক কম রোগী রাজ্যের বাইরে যান। আগামী দিনে বাইরে যাওয়া বন্ধ হবে বলে আশা ব্যক্ত করেন এ জি এম সি ও জিবিপি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ইনচার্জ ডাঃ সিদ্ধা রেড্ডি। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন করা হয় এ জি এম সি ও জিবিপি হাসপাতালের তরফে।

প্রতি সপ্তাহে বিভিন্ন বিভাগের তরফে সাংবাদিক সম্মেলনে সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। এই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করা হয় নিউরোসার্জারি ডিপার্টমেন্ট নিয়ে। এদিন উপস্থিত ছিলেন জিবি   হাসপাতালের ডেপুটি এম এস মনিরুল ইসলাম ও বিভাগের ইনচার্জ ডাঃ সিদ্ধা রেড্ডি। নিউরোসার্জন ডাঃ রেড্ডি জানান, এখন পর্যন্ত জিবিতে নিউরো ১৩৫০ বিভিন্ন অপারেশন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রেন টিউমার, স্পাইন সহ বিভিন্ন অপারেশন রয়েছে।সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান বর্তমানে বহির্বিভাগ সপ্তাহে একদিন হয়। বাড়ানোর চেষ্টা চলছে। তিনি জানান, জটিল অপারেশনও করা হয়েছে। এদিকে ডেপুটি এম এস জানান , মানুষ যাতে হয়রানীর শিকার না হন ডাঃ রেড্ডি ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। গভীর রাতেও অপারেশন করছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য