Thursday, October 10, 2024
বাড়িরাজ্যটিটিএএডিসি-র অচলাবস্তা কাটিয়ে উঠতে মহাকরণে গেলেন মথার সুপ্রিমো

টিটিএএডিসি-র অচলাবস্তা কাটিয়ে উঠতে মহাকরণে গেলেন মথার সুপ্রিমো

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : তিপ্রা মথা প্রতিষ্ঠিত হওয়ার পর টিটিএএডিসি-র অচলাবস্তা সৃষ্টি হয়েছে। শূন্য অর্থ ভাণ্ডার। কর্মচারীদের বেতন দেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে এডিসি প্রশাসনের। অর্থের জন্য দৌড়ঝাঁপ স্বপ্নের ফেরিওয়ালার। বুধবার রাতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর বৃহস্পতিবার মহাকরণে গিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সাথে বৈঠক করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

 কিন্তু ২০১৮ সালে তিপ্রা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে জনজাতিদের ভাবাবেগকে কাজে লাগিয়ে আইপিএফটি নেতৃত্ব বিজেপি -র সাথে জোটবদ্ধ হয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছেন। কিন্তু তিপ্রা ল্যান্ড আর হলো না। বরং আইপিএফটি শাসক দলের সাথে জোটবদ্ধ হয়ে সরকারে সামিল হয়েছে। আইপিএফটি-র পর প্রদুোৎ কিশোর দেববর্মণের নয়া চাল গ্রেটার তিপ্রা ল্যান্ড।

ফের জনজাতিদের ভাবাবেগকে কাজে লাগিয়ে গ্রেটার তিপ্রা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে গঠন করেন তিপ্রা মথা দল। বর্তমানে এডিসি-র ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা। এডিসি চালাতে গিয়েই বেসামাল তিপ্রা মথা। টিটিএএডিসি-র অচলাবস্তা। শূন্য অর্থ ভাণ্ডার। কর্মচারীদের বেতন দেওয়া দায় হয়ে দারিয়েছে এডিসি প্রশাসনের। এই পরিস্থিতিতে অর্থের জন্য দৌড়ঝাঁপ শুরু করলেন স্বপ্নের ফেরিওয়ালার এমডিসি প্রদুোৎ কিশোর দেববর্মণের। বুধবার রাতে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সাথে। আর বৃহস্পতিবার ছুটলেন মহাকরণে। এইদিন মহাকরণে গিয়ে তিনি দেখা করেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সাথে। বৈঠক করেন তাদের সাথে। এডিসি-র জন্য ফান্ড রিলিজ করার দাবি জানান। মহাকরণ থেকে বেরিয়ে এসে প্রদুোৎ কিশোর দেববর্মণ জানান সরকার বলছে ফান্ডের অভাব নেই। ফান্ড থাকার পরও কেন রিলিজ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ১৪ অক্টোবর খুমুলুঙে তিপ্রা মথা দলের বড় জনসভা রয়েছে। তথাকথিত মহারাজার বক্তব্য থেকে স্পষ্ট এডিসি প্রশাসন আর্থিক সঙ্কটে ভুগছে। এডিসি এলাকার উন্নয়ন থমকে রয়েছে দীর্ঘ দিন ধরে। জনজাতিদের মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনজাতিদের ক্ষোভ প্রশমিত করার জন্য স্বপ্নের ফেরিওয়ালা এদিক ওদিক ছুটছেন। বিষয় হচ্ছে সরকার ফান্ড রিলিজ না করে থাকলে তিপ্রা মথা দল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারে। কিন্তু তা না করে কেন বারে বারে অভিযোগ করা হচ্ছে সরকার ফান্ড রিলিজ করছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য