স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : পারিবারিক পেনশন প্রদান, বেতন বৃদ্ধি এবং চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা সহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও জয়েন্ট একশন ফোরাম অফ প্রসার ভারত এমপ্লয়িজের পক্ষ থেকে আগরতলা দূরদর্শন কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়।
উপস্থিত বিক্ষোভকারীরা জানান, ২০০৭ সালের পরে যারা নিয়োগ হয়েছে তাদের ২০০৭ সালের আগে নিয়োগ হওয়া কর্মীদের মতো বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা মিলছে না। তারা বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেন এদিন। তারা দাবি জানান ২০০৭ সালের আগে যারা নিয়োগ হয়েছে তাদের বেতন মতো ২০০৭ সালের পর নিয়োগ হওয়া কর্মীদের প্রদান করা, পারিবারিক পেনশন প্রদান করে কর্মীদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা, চিকিৎসা ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা। আরো দাবি জানান বিগত ১৬ বছর ধরে যে পদোন্নতি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে সেটা দ্রুত কার্যকর করা।