স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : এন.এস.আর.সি.সি -তে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এন সি সি -র ২০২৩-২৪-র বার্ষিক প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরটি চলবে দশ দিন। এন এস এস আর সি -তে শুরু হওয়া বার্ষিক ক্যাম্পে ১১ টি কলেজ ও ৩০ টি স্কুলের এস ডি, এস ডব্লিউ, জে ডি, জে ডব্লিউ ক্যাটাগরির ৩৭২ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে।
শিলচর এন সিসি গ্রুপের ডেপুটি গ্রুপ কামাডেন্ট এস শ্রীরাম জানান শিলচর এন সিসি গ্রুপ ত্রিপুরা , আসাম ও মিজোরামের ২৩ হাজার এন সিসি ক্যাডেটদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। এ প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হবে ছেলেমেয়েদের সমাজের প্রতি দায়বদ্ধ হিসেবে গড়ে তোলা। ক্যাডেটদের আন্তঃব্যক্তিক দক্ষতা, আত্মবিশ্বাস তৈরি করা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ইত্যাদির বিকাশ ঘটানো। এদিন সকালে পিটি, যোগব্যায়ামের মতো অন্যান্য ক্রিয়াকলাপ করা হয়। এনসিসি-র এ, বি এবং সি সার্টিফিকেট পরীক্ষার অংশ হিসাবে ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ এবং মানচিত্রের পাঠ দেওয়া হবে। রাজ্যে বর্তমানে ৫ হাজার ক্যাডেটস রয়েছে। আগামী কয়েকবছরের মধ্যে তা ১০ হাজার স্পর্শ করবে । যা ভালো উদ্যোগ বলে জানান কর্নেল শ্রীরাম।