স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : রাজ্যের মানুষ শিক্ষক বদলির প্রতিবাদ দেখেছে। এবার চিকিৎসক বদলির প্রতিবাদ সামনে উঠে এসেছে মঙ্গলবার। এদিন সকালে গন্ডাছড়া মহকুমা বিভিন্ন এলাকার মহিলারা মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে গিয়ে দাবি জানান সম্প্রতি গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে বদলিরত চিকিৎসককে কমলপুর হাসপাতালে না পাঠানোর জন্য।
কারণ গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। চিকিৎসক বিনয় দেববর্মাকে যদি বদলি হয়ে হয় তাহলে মহকুমাবাসীর স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্যায় পড়তে হবে। তাই স্বাস্থ্য দপ্তর যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে এই চিকিৎসকের বদলি রদ করে। না হলে এই গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে বদলি হওয়া চিকিৎসককে কমলপুর হাসপাতালে যেতে বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এখন দেখার বিষয় মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন মহকুমা স্বাস্থ্য আধিকারিক কক্ষের সামনে চলে মহিলাদের বিক্ষোভ।