স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : আমরা মহাকাশ পাড়ি দিচ্ছি, কিন্তু কেউ রক্তের বিকল্প তৈরি করতে পারছি না। তাই মানুষকে বাঁচিয়ে রাখতে সকলকে দায়বদ্ধ হয়ে রক্তদানে এগিয়ে আসতে হবে।
সোমবার আগরতলা প্রেস ক্লাবের সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্সের পক্ষ থেকে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে। তিনি বলেন, মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে রাখতে সকলে রক্তদানে এগিয়ে না আসে তাহলে সেটা এক প্রকার ভাবে ভুল হবে।
আমাদের সবারই রক্তের প্রয়োজন হতে পারে। তাই কোনভাবে বিষয়টি গুরুত্বহীন ভাবে দেখলে চলবে না বলে জানান স্যন্দন পত্রিকার সম্পাদক। তিনি আরো বলেন, রক্তদানের স্বেচ্ছা উৎসব না হলে রক্ত না দেওয়া ঠিক নয়, নির্ধারিত সময় পর পর সকলকে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দান করাই দায়বদ্ধতা বলে জানান তিনি। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বলেন, স্বেচ্ছায় রক্তদানে সকল অংশের মানুষ এগিয়ে এসেছে।
কারণ রক্তদান মহৎ দান। রক্তের বিকল্প মানবতা। মানুষের মানবতা আরও বেশি সুদৃঢ় করতে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। গত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। পরবর্তী সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মীরা এসে রক্তদানে সামিল হয়েছে। কোন ভাবেই যাতে রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতার সৃষ্টি না হয় সেদিকে গুরুত্ব দিয়ে সকলকে নির্ধারিত সময়ের পর পর রক্তদানে এগিয়ে আসতে হবে বলে জানান মেয়র। রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন।