স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : সোমবার আসাম রাইফেলসের ২১ সেক্টরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপক প্রকল্পে মৌ স্বাক্ষর হয়।ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও এক্সিস ব্যাঙ্কের মধ্যে এই মৌ স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আসাম রাইফেলসের মেজর জেনারেল, এক্সিস ব্যাঙ্কের কর্মকর্তা সহ আসাম রাইফেলসের আধিকারিকরা।
আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী নয়া জাতীয় শিক্ষা নীতির বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, রাজ্যের শিক্ষা দপ্তর ইতি মধ্যে নতুন জাতীয় শিক্ষা নীতি চালু করেছে।৩৪ বছর পরে ভারত সরকার নতুন জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করেছে। গুণগত শিক্ষার উন্নয়নের কথা মথায় রেখে নতুন জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন সরকার চাইছে গুণগত শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। তাহলে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।এদিনের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন আসাম, রাইফেলসের পরিবারের সদস্যরা সহ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।