Friday, March 29, 2024
বাড়িরাজ্যহাসপাতালে বিকল লিফট পরিষেবা

হাসপাতালে বিকল লিফট পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : জটিলতা কাটেনি আইজিএম হাসপাতালে লিফট পরিষেবার। দীর্ঘদিন ধরে সমস্যা আইজিএম হাসপাতালের লিফটের। সাততলা ভবনে উঠানামা করার জন্য যে লিফট রয়েছে তা রবিবার রাতে সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে। ফলে হাসপাতালে উঠানামা করার জন্য রোগীরা সিঁড়ি বেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে।

 বহু রোগীকে সিঁড়ি দিয়ে পরিজনদের নিয়ে যেতে হচ্ছে। ফলে রোগী এবং হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দুর্ভোগ চরমে উঠেছে। লিফট মেরামতের কাজে যারা নিয়োজিত তারা বকেয়া টাকা না পেয়ে লিফট মেরামত করতে আসছে না। হাসপাতালে লিফট পরিষেবা দেখাশোনার কাজে নিয়োজিত কর্মীরা রবিবার রাত থেকে বহুবার লিফট মেরামতের কাজ করার জন্য ফোন করলেও ফোন তুলছে না বকেয়া টাকা প্যাপক মেকানিকরা। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের বিল্ডিং -এর তিনটি লিফট থাকার পরেও কোনটি সচল নয়। এই ব্লকে রয়েছে শিশু বিভাগ, ডেলিভারি ওয়ার্ড, এন আই সি ইউ, থ্যালাসেমিয়া, প্টেপডাউন ওয়ার্ড এবং কেবিন। বহুরোগী এবং শত শত রোগীর পরিজন সোমবার সারাদিন ব্যাপী পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠা নামা করতে দেখা যায়। এতে অনেকেই ক্ষোভ উগরে দেয়। হাসপাতালে সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানা যায় বিষয়টি হাসপাতালের এম এস অবগত রয়েছেন। কিন্তু নিরুপায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি এখন কতটা নজরে আসবে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাসের, সেটাই এখন বড় বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য