নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে ভোটের প্রথম দফায় কারা কারা কংগ্রেসের হয়ে প্রচার করবেন, সোমবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস নির্বাচনী প্রচারের জন্য যে তালিকা জমা দিয়েছে, সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে, হার্দিক পটেল, কানাহাইয়া কুমারের মতো জনপ্রিয় তরুণতুর্কি নেতাও রয়েছেন। তালিকায় মোট ৩০ জনের নাম রয়েছে। কংগ্রেসের প্রচার তালিকা একঝলক দেখলেই বোঝা যায়, উত্তরপ্রদেশ নির্বাচনকে কতখানি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
প্রথম দফার তিরিশ জনের তালিকায় অশোক গেহলত, গুলাম নবি আজাদ, ভূপিন্দর সিং হুডা, ভূপেশ বাঘেল, সলমন খুরশিদ, রাজ বব্বর, প্রমোদ তিওয়ারি, সচিন পাইলট থেকে শুরু করে প্রথমসারির কোনও নেতাকেই বাদ দেওয়া হয়নি।
প্রথম দফায় ১০ ফেব্রুয়ারি নির্বাচন। যোগী শাসনের অবসান ঘটাতে এই নির্বাচনকে কেন্দ্র করে আদাজল খেয়ে ভোট ময়াদানে নেমে পড়েছে কংগ্রেস। নির্বাচন শুরুর মুখে রায়বরেলি সদর আসনের বিধায়ক অদিতি সিং বিজেপিতে যোগ দিয়ে, কংগ্রেসকে ধাক্কা দিলেও রাহুল-প্রিয়াঙ্কারা এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। রায়বরেলিতে কংগ্রেসকে শক্তিশালী করার পিছনে, অদিতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।