স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। দিনটি বিশেষভাবে পালন করল প্রদেশ কংগ্রেস। সোমবার ছিল মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। পোষ্ট অফিস চৌমুহনী স্থিত কংগ্রেস ভবনের সামনে সকালে গান্ধী জয়ন্তী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ তাদের অনুগামীরা অংশ নিলেও গড় হাজির ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়, বীরজিৎ সিনহা সহ তাদের অনুগামীরা।
জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে। জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতৃত্বরা। এরপর মিছিল করে গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন , কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা , প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ অন্যান্যরা। বিশ্ববরেণ্য অহিংসার পুজারীর জন্ম তিথি। তাঁর জন্ম দিনে কংগ্রেস শ্রদ্ধা অর্পণ করছে রাজ্য জুড়ে বলে জানান পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে বলেও জানান তিনি।