স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : সুশাসনের নামে রাজ্যে চলছে দুঃ শাসন। আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার মিলে শারদোৎসব লগ্নে সম্পদ কর ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সহ আগরতলা শহরে উচ্ছেদের কার্যকলাপ করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা বর্তমান সরকারের স্বৈরাচারীপনা। এর বিরুদ্ধে আগামী দিন আন্দোলনে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। রবিবার পোষ্ট অফিস চৌমুহনি স্থিত কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা।
বিদ্যুৎ নিগমের অতিরিক্ত মাশুল বৃদ্ধি, পুর নিগমের সম্পত্তিকর বৃদ্ধি এবং সর্বশেষে হকার উচ্ছেদের তীব্র বিরোধীতা করেন পিসিসি সভাপতি। তিনি বলেন বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে পিক আওয়ারে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে সচল না রেখে বহিঃ রাজ্যে বিদ্যুৎ বিক্রি করছে নিগম। লোডশেডিং-র জগৎ -এ ভোক্তাদের ফিরে যেতে হয়েছে। এর উপর গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল। পাহাড় প্রমান দুর্নীতির কারনে বিদ্যুৎ নিগম লাভ থেকে লোকসানে পৌঁছে গেছে। এর বিরুদ্ধে তদন্ত করার দাবী জানায় প্রদেশ কংগ্রেস। অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবী জানান তিনি। সম্পদকর বৃদ্ধি করেছে পুর নিগম। তার তীব্র বিরোধীতা করে প্রত্যাহার করারও দাবী জানায় কংগ্রেস।
পুনঃরবাসনের ব্যবস্থা না করে রোজগার নষ্ট করে দিচ্ছে পুর নিগম। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ। তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। তিনি আরো বলেন ভেন্ডারের ব্যবসায়ীদের জন্য কোন ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে শহরে এই ধরনের উচ্ছেদ চালিয়েছে নিগম কর্তৃপক্ষ। আসন্ন শারদ উৎসবে এই গরিব অংশের মানুষ সামিল হবে। কিন্তু তার আগেই তাদের নিঃস্ব করে দিয়েছে নিগম কর্তৃপক্ষ। কিন্তু দেশের কোন মেট্রোপলিটন সিটি নেই যেখানে কোন ভেন্ডার নেই। সুতরাং শহর পরিষ্কারের নাম করে নিগম কর্তৃপক্ষের এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করা সঠিক হয়নি। তাই নিগম কর্তৃপক্ষের উদ্দেশ্যে কংগ্রেসের দাবি অবিলম্বে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনে ব্যবস্থা করার। অন্যথায় আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী আন্দোলন সংগঠিত করার হুশিয়ারী দেন পিসিসি সভাপতি আশিস সাহা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখাপাত্র প্রবীর চক্রবর্তীর সহ অন্যান্য নেতৃত্ব।