স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : বোধজংনগর থানার পুলিশের ব্যর্থতাকে কাজে লাগিয়ে শিল্পনগরীতে চলছে চুরির হিড়িক। আর পুলিশ কাঠ পুতুল সেজে রাতের বেলা থানায় বসে থাকছে। একই ফ্যাক্টরিতে একাধিকবার চুরির ঘটনার সংগঠিত হলেও পুলিশ নিষ্ক্রিয়তা কাটিয়ে উঠতে পারে না। থানায় বসে ঝিমুচ্ছে পুলিশ।
অভিযোগ গত ২৮ সেপ্টেম্বর বোধজং নগর স্থিত হিমালয় প্রিয়াম প্রাইভেট লিমিটেডে চোর প্রবেশ করে মেশিনের মূল্যবান তার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে যায়। যথারীতি থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ সংগ্রহ করে সিসি ক্যামেরা ফুটেজ। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলাকালীন অবস্থায় আবারো শনিবার রাতে তিনটার নাগাদ চোর ফ্যাক্টরিতে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান তার নিয়ে যায়। পরবর্তী সময় আবারো পুলিশকে এ বিষয়ে জানানো হলে পুলিশের হেলদোল প্রত্যক্ষ করতে পারেনি ফ্যাক্টরির কর্মীরা। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কর্মীরা।
আরো জানা যায়, চোরের দল মুখে গামছা বেঁধে এসে এই চুরির ঘটনা সংঘটিত করছে। নিরাপত্তার দিকে এলাকা দিয়ে হাই এলাটে থাকলেও কিন্তু পুলিশের দেখা মেলে না রাতের বেলা। আর সেই সুযোগকে ভালো করে কাজে লাগাচ্ছে পুলিশের সঙ্গে জোটবদ্ধ চোরের দল বলে অভিযোগ। তারা আরো জানান গত দু বছরে আরো কয়েকটি চুরির ঘটনা হওয়ায় ১০ থেকে ১২ টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন চোরের টিকির নাগালও পায় নি। কিন্তু এভাবে লাগাতার চুরির ঘটনায় কর্মীদের চাকুরি সংকটের মুখে।