Monday, February 17, 2025
বাড়িরাজ্যটি এস আর ক্যাম্প পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

টি এস আর ক্যাম্প পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : সোমবার মোহনপুর মহকুমার অন্তর্গত টি এস আর প্রথম বাহিনীর অভিচরণ – এ কোম্পানি হেড কোয়াটার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী পরিদর্শনে গিয়ে টি এস আর জওয়ানদের থাকার ব্যবস্থা, শৌচালয়, রান্না ঘর সহ বিভিন্ন বিষয় ও পরিষেবা সম্পর্কে অবগত হন। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্র গুলিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী সৈনিক সম্মেলনে টিএসআর জওয়ানদের সাথে মত বিনিময় করেন।

জওয়ানদের বিভিন্ন বিষয়ে অবগত হন। ক্যাম্প প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন মুখ্যমন্ত্রী। সন্ত্রাসবাদ মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে টিএসআর বাহিনী যেমন সাফল্যের গুচ্ছ নজির রেখেছে, তেমনি তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলিও আন্তরিক দৃষ্টিভঙ্গিতে সরকারের বিবেচনাধীন রয়েছে। টিএসআর প্রথম বাহিনীর অন্তর্গত বড়কাঁঠাল – সি-কোম্পানি হেড কোয়াটার পরিদর্শনে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী।  সেখানেও সৈনিক সম্মেলনে টিএসআর জওয়ানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এখানে এমন অনেকের সঙ্গেই মত বিনিময়  হয়, যারা বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য কর্তব্যরত ছিলেন। প্রথম ও দ্বিতীয় ব্যাটেলিয়ানের ব্যাড়াক গুলি পরিদর্শন করতেই এই সফর বলে জানান মুখ্যমন্ত্রী। জওয়ানদের জীবন শৈলী কি। এবং তাদের থাকা ও খাওয়ার কি ব্যবস্থা রয়েছে। ব্যাড়াকের অবস্থা কেমন রয়েছে। দৈনন্দিন জীবন যাত্রা কিভাবে চলে তা জানা মুখ্যমন্ত্রীর দায়িত্ব।

ফৌজের অন্তিম ব্যক্তি কনস্টেবল কিভাবে ও কোথায় থাকে তা দেখা প্রয়োজন। ঘরে বসে পর্যালোচনা বৈঠক করলেই হবে না। সরজমিনে গিয়ে তা দেখতে হয়। সে বিষয় গুলিয়ে খামতি রয়েছে তা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্পাদন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সুন্দর মানসিকতা, সদর্থক ভাবনা চিন্তার বিকাশ ঘটে যখন জওয়ানরা মুখ্যমন্ত্রী, ডিজি ও অন্যান্য আধিকারিকদের কাছে পান। এই সৌহার্দ পূর্ণ মানসিকতা থাকলে কাজের উৎসাহ জাগে বলে জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বোরাখা ও বিনন কোবড়া পাড়া টি এস আর ক্যাম্পের হেড কোয়াটার পরিদর্শন করে দেখেন। গতানুগতিক কর্তব্য পালনের পাশাপাশি টিএসআর জওয়ানদের দ্বারা উৎপাদিত সবুজ শাক-সব্জী সবুজায়ন, সুস্বাস্থ্যের পাশাপাশি সুস্থ মননের সহায়ক। জিরানীয়া মহকুমার অন্তর্গত বুড়াখায় – টিএসআর ২-য় ব্যাটলিয়ন ই-কোম্পানি হেড কোয়ার্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানেও জওয়ানদের বিভিন্ন বিষয়ে অবগত হন। বৈচিত্রের মধ্যে মিলনের অনন্য ভূমি ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এই বাহিনীতে কর্মরত জওয়ানদের উপস্থিতিতে টিএসআর বাহিনীও বৈচিত্রের মধ্যে ঐক্যের এ উজ্জ্বল নজির। এদিন সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক লাল দাস সহ অন্যান্য আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য