স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : সোমবার বিকালের বিমানে পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী রাজ্যে এলেন আর এস এস প্রধান মোহন ভাগবত। সাংগঠনিক বিষয়ে অবগত হবেন তিনি। এরপর বেশ কিছু বৈঠক করবেন বলে জানা গেছে।
আগামী ২৭ জানুয়ারী রাজ্য ত্যাগ করবেন আর এস এস প্রধান মোহন ভাগবত। খয়েরপুর সেবা ধামে রয়েছেন আর এস এস প্রধান। আর এস এস –র সাংগঠনিক প্রধানের সঙ্গে আরও বেশ কয়েক জন নেতৃত্ব রাজ্যে আসেন এদিন। এম বি বি বিমানবন্দরে সকলকে স্বাগত জানানো হয়। আর এস এস প্রধান মোহন ভাগবতের রাজ্য সফর অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে অভিমত পর্যবেক্ষক মহলের।