স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : ৩০ সেপ্টেম্বর তিপ্রা মথার পক্ষ থেকে বনধের ডাক দেওয়া হয়েছে। ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের পক্ষ থেকে এই বনধের সমর্থন করা হবে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান টিএসএফ -এর সভাপতি সম্রাট দেববর্মা।
এই বনধের মাধ্যমে সাংবিধানিক দাবি গুলি তুলে ধরা হবে। এবং কেন্দ্রের কাছে যাতে দাবিগুলি সঠিকভাবে পৌঁছায় তার জন্য আন্দোলন মূল উদ্দেশ্য। সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।