স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা নামে নতুন প্রকল্প গ্রহণ করেছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। কিছুদিন আগেই এই প্রকল্পের সূচনা হয়েছিল। যারা শিল্প গড়ে তুলতে কিংবা বিভিন্ন স্কিম সম্পর্কে জানতে চান এমন ১০০ যুবক- যুবতীকে প্রথম ধাপে নেওয়া হয়েছে অনলাইনে আবেদনের ভিত্তিতে। তাদের বোধজংনগর শিল্প তালুক ঘোরানো হয় শিল্প স্থাপনে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। শুক্রবার হয় বোধজংনগরে যুবক- যুবতীদের নিয়ে উৎসাহবর্ধক কর্মশালা।
এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, দপ্তরের অধিকর্তা সহ অন্যরা। কর্মশালায় মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার আমার সরকার, এই মানসিকতার মধ্যে যদি সকলে চলতে পারেন তাহলে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা মডেল রাজ্য হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছে। সে কারণে সবদিকে এখন উন্নত। বাংলাদেশের সঙ্গে ট্রেনের যোগাযোগ এই বছরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। বর্তমান সরকারের লক্ষ্য সব্রা মুখে হাসি ফোটায়। এই বেকারদের মধ্যে যারা শিল্প গড়ে তুলতে আগ্রহী হবেন সেই উদ্যমী যুবকদের ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম থেকেও সাহায্য করা হবে। ঋণ-র ব্যবস্থা করা হবে বিভিন্ন ব্যাঙ্ক থেকে। মুখ্যমন্ত্রী বলেন কাজ করতে গেলে সমস্যা হয়েই থাকে। যে কাজ না করবে তার কোন রকম সমস্যা নেই। কাজ না করলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই সরকার আমার সরকার। এ ধরনের মানসিকতা জন্মালে ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন শিল্পের উন্নতি না ঘটলে উদ্যোগীরা আসবে না। ত্রিপুরা রাজ্যে আগে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার ফলে শিল্পে অগ্রগতি হয়নি। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন ঘটেছে।