Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপ্রজ্ঞাভবনে টি এস ই সি এল -র প্রাক পূজা সম্বন্ধীয় পর্যালোচনা বৈঠক

প্রজ্ঞাভবনে টি এস ই সি এল -র প্রাক পূজা সম্বন্ধীয় পর্যালোচনা বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এবং কালি পূজা রাজ্যের সব চাইতে বড় উৎসব। সকল ধর্মের মানুষ এই উৎসব গুলিতে সামিল হয়। এই ক্ষেত্রে বিদ্যুৎ নিগমের একটা বড় ভূমিকা থাকে। ২০২১ সালে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সপ্তমীর দিন পিক আওয়ারে সব চাইতে বেশী বিদ্যুত-র চাহিদা ছিল। ৩২৭ মেগা ওয়াট ডিমান্ড ছিল। ২০২২ সালে পঞ্চমীর দিনে পিকআওয়ারে বিদ্যুৎ এর চাহিদা ছিল ৩৩২ মেগাওয়াট। এবার সমস্ত কিছু বিচার বিবেচনা করে অনুমান করা হচ্ছে ৩৮০ মেগা ওয়াট বিদ্যুৎ-র চাহিদা পৌঁছে যাবে পিক আওয়ারে।

 বর্তমানে স্টক রয়েছে ৩০০ মেগা ওয়াট। বাকী ৮০ মেগা ওয়াটের ব্যবস্থা করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশকে কিছুটা কম বিদ্যুৎ প্রদান করা হবে । শুক্রবার প্রজ্ঞাভবনে টি এস ই সি এল-র প্রাক পূজা সম্বন্ধীয় পর্যালোচনা বৈঠকে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। রুখিয়ার তৃতীয় ইউনিট নিয়ে কিছুটা সমস্যা ছিল। তা অনেকটাই মিটিয়ে নেওয়া হয়েছে। অল্প কিছু কাজ বাকী রয়েছে। আগামী ৫ অক্টোরব দিল্লী গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক রাখতে গত ১৩ সেপ্টেম্বর একটি বৈঠক হয়। এরপর শুক্রবার হয় দ্বিতীয় দফার বৈঠক । আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা হবে।

১১ অক্টোবর সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে খোঁজ খবর নেবেন। সমস্ত স্থানে পর্যাপ্ত ট্রান্সফর্মার ষ্টক করা রাখা হয়েছে। রয়েছে অন্যান্য সামগ্রী। আটটি জেলার ডিম, এস পি, স্থানীয় নেতৃত্ব এবং মেয়রের সঙ্গে কথা বলা হবে। ৪২ লক্ষ মানুষের সহযোগিতার জন্য আহ্বান জানান। ক্লাব গুলিকে সঠিক লোড ডিক্লায়ের করার বিশেষ আহ্বান জানান। এতে করে পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে। সঠিক সংযোগ নেওয়ারও আহ্বান জানান। বিদ্যুৎ চুরি না করার বার্তা দেন মন্ত্রী রতন লাল নাথ। বড় বড় ক্লাব গুলিকে জেনারেটার রাখার পরামর্শ দেন মন্ত্রী। পঞ্চমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। রাখা হবে অতিরিক্ত লোক। সচিব থেকে নিচু তলা পর্যন্ত সমস্ত কর্মীর ক্ষেত্রে প্রজোজ্য হবে। দশমী যে রুটে যাবে তা আগাম নিগমকে জানানোর আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য