Friday, September 20, 2024
বাড়িরাজ্যসময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার নির্দেশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার নির্দেশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : শুক্রবার দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ প্রতিমা ভৌমিকের পৌরহিত্যে দিশা মিটিং অনুষ্ঠিত হয়। এদিন বেলা এগারোটা নাগাদ বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এই দিনের দিশা মিটিং । শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, পানীয় জল সম্পদ, প্রানী সম্পদ, আরক্ষা, মহকুমা, জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, জেলার সমস্ত ব্লকের বিডিও, জন প্রতিনিধিদের নিয়ে হয় এই দিনের দিশা মিটিং।

 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও এই দিনের দিশা মিটিং এ ছিলেন, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলাশাসক সাজু ওয়াহিদ এ  বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প জল সেচ, প্রধানমন্ত্রী আবাস যোজন, রাস্তা, স্বাস্থ্য, সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া জনগণের স্বার্থে এই প্রকল্পগুলোকে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। জেলার সমস্ত ব্লক আধিকারিকদের  ফিল্ড ভিজিট করার নির্দেশ দেন সাংসদ। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য বলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য