স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : দুর্বৃত্তদের অস্ত্রের আস্ফালনে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। গত কয়েক মাসে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মানুষের রাতে ঘুম কেড়ে নিয়েছে। এরই মধ্যে সিধাই থানার পুলিশ লেফাঙ্গা থানার অন্তর্গত হবি চরণ এলাকার রঞ্জন দেববর্মার কাছ থেকে বুধবার রাতে একটি পিস্তল নয় রাউন্ড গুলি এবং চার কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ আধিকারিক জানান, বুধবার রাতে রঞ্জন দেববর্মাকে সুবল সিংপাড়া এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। তারপর খবর দেওয়া হয় সিধাই থানার পুলিশকে। পুলিশ যথারীতি গিয়ে রঞ্জন দেববর্মাকে তল্লাশি চালায়। তার কাছ থেকে উদ্ধার হয় পিস্তলসহ নয় রাউন্ড গুলি। পরিষ্কার গাড়ি থেকে তল্লাশি চালিয়ে নয় কেজি শুকনো গাঁজা এবং একটি ওজন পরিমাপের যন্ত্র উদ্ধার করে। তারপর অভিযুক্ত রঞ্জন দেববর্মাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে টি আর ০১ বি ইউ ০৩৮৭ নম্বরের গাড়িটি আটক করে। অভিযুক্ত যুবক কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত করতে এলাকায় গিয়েছিল কিনা সে বিষয়টাও তদন্ত করছে পুলিশ।