Saturday, February 8, 2025
বাড়িরাজ্যআন্দোলন মুখী হয়ে গ্রেপ্তার টি এস এফ

আন্দোলন মুখী হয়ে গ্রেপ্তার টি এস এফ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৫ জানুয়ারি : মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে শীতকালীন বিধানসভা অধিবেশনের অন্তিম দিন আবারো সরব হলো টি‌ এস এফ। বুধবার টি এস এফ -এর কর্মীরা হতাশ হয়ে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়ার দাবিতে রাজধানীর সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং মহাকরণের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। মূলত দাবি ত্রিপুরা বিধানসভা অধিবেশনে যাতে জনজাতি ছাত্র সংগঠন টি এস এফ -এর রোমান স্ক্রিপ্টের দাবিটি উত্থাপন করা হয়। এবং সরকার যাতে তাদের এই দাবিতে শিলমোহর দেয়।

তাদের অভিযোগ সরকার তাদের দাবি মেনে না নেওয়াটা একটা ব্যর্থতা বলে মনে করে টি এস এফ। কিন্তু এই দাবির সাথে জনজাতিদের আবেগ এবং পরিচিতি জড়িয়ে আছে। কিন্তু সরকার কি কারনে তাদের দাবি মেনে নিচ্ছে না সেটা তারা অবগত নয়। এদিন তাদের আন্দোলন কিছুক্ষণ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাদের আন্দোলন প্রত্যাহার করার জন্য বলে। কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার না করায় পুলিশ তাদের আটক করে পুলিশ লাইন নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য