Monday, February 10, 2025
বাড়িরাজ্যদুষ্কৃতিরা ভাঙ্গল বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মাণ বিশ্রামাগার

দুষ্কৃতিরা ভাঙ্গল বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মাণ বিশ্রামাগার

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৫ জানুয়ারি : উদ্বোধনের আগেই দুষ্কৃতিকারীরা ভেঙে গুঁড়িয়ে দিল বিশ্রামাগার। সুশাসনের রাজ্যে এমন কিছু ঘটনা ঘটে চলছে যা সুশাসনের সংজ্ঞা নিয়ে জনমনে প্রশ্ন তুলে দিচ্ছে। মঙ্গলবার রাতে তথাকথিত সুশাসনের রাজ্যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মীয়মাণ বিশ্রামাগার ভেঙ্গে দিল দুষ্কৃতিরা। ৯ বনমালিপুর বিধানসভা এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গান্ধী স্কুলের সামনে একটি বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে করে বিদ্যালয়ে ছেলে মেয়েদের নিয়ে আশা অভিভাবকরা এই বিশ্রামাগারে বসে বিশ্রাম নিতে পারে। বিশ্রামাগারটির নির্মাণ কাজ এখনো শেষ হয় নি।

এরই মধ্যে মঙ্গলবার রাতে কে বা কারা নির্মীয়মাণ বিশ্রামাগারে ভাংচুর চালায়। বিশ্রামাগারের সামনে লাগানো বিধায়ক গোপাল চন্দ্র রায়ের নাম লেখা সাইনবোর্ড ভেঙ্গে উপরে ফেলে দেওয়া হয়। শুধুতাই নয় নির্মীয়মাণ বিশ্রামগারের বেশকিছু সামগ্রী ভাংচুর করা হয়। বুধবার সকালে গান্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে ঘটনা প্রত্যক্ষ করেন। আগামী ১৮ জানুয়ারি বিশ্রামাগারটি উদ্বোধন হওয়ার কথা। তার আগেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বিশ্রামাগার। বিদ্যালয়ের এক শিক্ষক জানান বিদ্যালয়ের আসার পর ওনারা ঘটনা প্রত্যক্ষ করেন। তারপর ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবগত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেছেন। ঘটনার বিষয়ে এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়ও অবগত রয়েছেন বলে জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এইদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করার পর ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ ঘটনার তদন্তক্রমে দুষ্কৃতিকারিদের চিহ্নিত করে জালে তুলতে পারে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য