স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : সার্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে করার জন্য বৈঠকের ১২ ঘণ্টার মধ্যেই পুজোর চাঁদার জন্য অপহরণ এবং ছিনতাইয়ের ঘটনা রীতিমত মুখ পুড়ল খোয়াই মহকুমা প্রশাসনের। ঘটনা বুধবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত বাতাপুরা এলাকায় চাহিদা মত পুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় শুকর বুঝাই গাড়ি সহ ব্যবসায়ীদের অপহরণ করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীকারিদের একটি দল।
এবং ব্যবসায়ীদের পকেটে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। জানা যায় রানীর বাজার এলাকার রবীন্দ্র দাস নামক এক ব্যক্তি খোয়াই বাতাপুরা এলাকার এক নিকট আত্মীয়ের বাড়িতে একটি শুকরের ফার্ম করেন। বুধবার রাতেও একই ভাবে তিনটি ছোট এবং বড় পণ্যবাহী গাড়ী নিয়ে শুকর ক্রয় করার জন্য ব্যবসায়ীরা গেলে স্থানীয় কিছু দুষ্কৃতীরা এসে তাদের শুকর বুঝাই -এর কাজে বাধা দেয়। প্রতি গাড়িতে কুড়ি হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ীরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় দুষ্কৃতীরা তাদের মারধোর শুরু করে। পরবর্তী সময় তাদের প্রত্যেকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে হাত বেঁধে গাড়ি সহ ব্যবসায়ীদের তুলে নিয়ে গিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখে দুষ্কৃতীরা। এবং ব্যবসায়ীদের পকেটে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ হওয়া ব্যবসায়ীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়।