Monday, February 10, 2025
বাড়িরাজ্যশান্তিরবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীদের সাথে বঞ্চনার প্রতিবাদে কর্মবিরতি

শান্তিরবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীদের সাথে বঞ্চনার প্রতিবাদে কর্মবিরতি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৫ জানুয়ারি : সুশাসন জামানায় দুঃশাসন চলছে শ্রমিক অংশের মানুষের সাথে। বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে তাদের কাজকর্ম। ফলে বঞ্চনার স্বীকার তারা। বুধবার সকাল থেকে শান্তির বাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা কর্ম বিরতি ডাক দেন। তাদের অভিযোগ এনবিএস সংস্থার অধীনে ২৫ জন কর্মী শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের মূল বেতন ১৩,৩৮৬ টাকা। প্রতিমাসের মূল বেতন থেকে কেটে ১১ হাজার টাকা তাদের হাতে তুলে দেওয়ার কথা।

কিন্তু তারা লক্ষ্য করছে ৬,০০০ টাকা দিয়ে বাকি টাকা ইপিএফ -এর জন্য কাটা হচ্ছে বলে তাদের কাছে বলছে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা। আর এই টাকা দিয়ে সংসার পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছে। অবশেষে বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে। তাদের বক্তব্য তারা ইপিএফ চায়না। তাদের মূল বেতন ১৩ হাজার ৩৮৬ টাকা যাতে প্রতি মাসে ১০ তারিখের মধ্যে দেওয়া হয়। এদিকে সংস্থার বিরুদ্ধে অভিযোগ তারা প্রতি মাসে বেতন নিয়ে হাসপাতালে সাফাই কর্মীদের সাথে তালবাহানা করে চলেছে। চলতি মাসে ১৫ তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের জোটেনি বেতন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারা এদিন সকাল থেকে কর্মবিরতি করেছে হাসপাতালে। তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চালিয়ে যাবে বলে জানান। তারা আরো জানান এ বিষয়ে এখন পর্যন্ত এম এস থেকে শুরু করে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কর্ম বিরতি শুরু করেছে বলে তাদের বক্তব্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য